ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্বশুরবাড়ির গাছে ঝুলছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৩ মার্চ ২০২৩

ফেনীতে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় মো. সোহেল (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোহেল শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন। তার ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ সূত্র জানায়, শ্বশুরবাড়ির একটি গাছে মো. সোহেলের মরদেহ ঝুলতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।

তার গলায় দাগ রয়েছে। ডান হাতের কবজি থেঁতলানো। তিনি আত্মহত্যা করেছেন কি না বিষয়টি নিশ্চিত নয় পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, আট বছর আগে বিয়ে করেন সোহেল। বিয়ের পর থেকে নানা বিষয়ে তার পরিবারের সঙ্গে শ্বশুরপক্ষের মনোমালিন্য শুরু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম