ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে ২৮ দিনের সন্তানকে রেখে লাপাত্তা বাবা-মা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ মার্চ ২০২৩

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৮ দিন বয়সী এক কন্যাশিশুকে রেখে পালিয়ে গেছেন বাবা-মা। শিশুটি বর্তমানে হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু অসহায় শিশুটির কান্না থামছেই না। তার বাবা-মায়ের খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করান এক দম্পতি। হাসপাতালের রেজিস্টারে তাদের নাম রকিব-রোকসানা লেখা রয়েছে। গ্রামের বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার কয়রা। বুধবার (১ মার্চ) বিকেলে শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার বাবা-মা। পরে হাসপাতালের কর্মকর্তারা শিশুটির দেখভাল করলেও হদিস পাওয়া যায়নি বাবা-মায়ের। এমন খবরে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান উৎসুক জনতা।

হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘এমন ঘটনা জেলায় বিরল। এরআগে কখনো এমনটি হতে দেখিনি। তবে বাচ্চাটি সুস্থ রয়েছে। হাসপাতালে থাকা এক মায়ের দুধ পান করেছেন শিশুটি। তবে শিশুটির কান্না থামছে না।’

শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জান্নাত আরা মিলি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। হাসপাতালের দেওয়া ঠিকানা অনুযায়ী বাবা-মায়ের খোঁজ নেওয়া হচ্ছে।’

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মাহফুজুর রহমান সোহান জাগো নিউজকে বলেন, বাচ্চাটির শুরুতে শ্বাসকষ্টসহ কিছু সমস্যা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটির সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাচ্চাটির ঠিকানা খোঁজা হচ্ছে। না পাওয়া গেলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নাসিম উদ্দিন/এসআর/এএসএম