ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বালু উত্তলোনে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তার ওপর হামলা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৩ মার্চ ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় আব্দুল গণি (৫০) নামে এক ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ ছিল উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর এলাকায় কুদ্দুস ও হাসেন আলী অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। খবর পেয়ে নিলক্ষিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল গণি বালু উত্তোলনে বাধা দেন। এতে ড্রেজার মালিক কুদ্দুস ও বালু ব্যবসায়ী হাসেন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।

আহত আব্দুল গণিকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী ঘটনাস্থলে পৌঁছে অবৈধ ড্রেজারটি জব্দ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই মামলা দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেফতারে তৎপর রয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেল পৌঁনে চারটার দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভূমি কর্মকর্তা রাত ৯টায় তিনজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নাসিম উদ্দিন/এফএ/জিকেএস