গাজীপুর ডিবির ৪ কর্মকর্তাসহ ১০ পুলিশ ক্লোজড
কর্তব্য অবহেলা ও গাফিলতির অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দুই এসআই, দুই এএসআইসহ ১০ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার তাদের ক্লোজড করার পর গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
তারা হলেন, গাজীপুর ডিবি এসআই মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, এসআই মনিরুজ্জামান, এএসআই মো. সুমন মিয়া ও আমান উল্যাহ এবং কনস্টেবল আনোয়ার হোসেন, এরশাদুল আলম, শাহাদত হোসেন, আরিফ হোসেন, রফিক ও মোস্তফা মিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এক ব্যবসায়ীকে আটকের পর ডিবি কার্যালয়ে এনে মাদক মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ও বাবার সামনে নির্যাতন করে টাকা আদায়ের অভিযোগ উঠে ডিবি পুলিশের কয়েক সদস্যের বিরুদ্ধে।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ সুপার হারুন অর রশিদ সোমবার রাতে এসআই মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, এসআই মনিরুজ্জামান ও কনস্টেবল আনোয়ার হোসেন, এরশাদুল আলম, শাহাদত হোসেন, আরিফ হোসেন, রফিক ও মোস্তফা মিয়াকে ক্লোজড করেন। একই অপরাধে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩/৪ মাস আগে ক্লোজ করা হয়েছিল।
এদিকে, কর্তব্য কাজে অবহেলা ও গাফিলতির কারণে এএসআই মো. সুমন মিয়া ও এএসআই আমান উল্যাহকে মঙ্গলবার সকালে ক্লোজড করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, কর্তব্য অবহেলা ও গাফিলতির অভিযোগে ওই ১০ জনকে প্রত্যাহার করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। ক্লোজড হওয়া ১০ জনের মধ্যে আটজনকে সোমবার এবং দুইজনকে মঙ্গলবার গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস