ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ম্যাজিস্ট্রেট দেখে বিয়ের পিঁড়ি থেকে পালালেন বর

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৬ মার্চ ২০২৩

কিশোরীর সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তার গাড়ি দেখেই বর ও তার সহযাত্রীরা দৌড়ে পালিয়ে যান। পরে মেয়ের বাল্যবিয়ে দিবেন না বলে মুচলেকা দেন কিশোরীর বাবা-মা।

রোববার (৫ মার্চ) দুপুরে এমনই ঘটনা ঘটে ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নে।

এলাকাবাসী জানান, এক কিশোরীর সঙ্গে চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের (২৬) বিয়ের দিনক্ষণ ঠিক হয় রোববার দুপুরে। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনিক চৌধুরী ওই বাড়িতে পৌঁছালে বর ও তার সহযাত্রীরা দৌড়ে পালিয়ে যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদুর রহমান, চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ও ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, কিশোরীর বাবা-মায়ের কাছে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।


আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস