ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঐতিহাসিক ৭ মার্চ

সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণ-আরএফএল স্কুলের সাফল্য

উপজেলা প্রতিনিধি | শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৭ মার্চ ২০২৩

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণ-আরএফএল পাবলিক স্কুল অভাবনীয় সাফল্য পেয়েছে। এ প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টের মধ্যে চারটিতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া একটিতে দ্বিতীয় এবং আরেকটি তৃতীয় স্থান পেয়েছে।

কবিতা আবৃত্তিতে ষষ্ঠ-অষ্টম শ্রেণি ক্যাটাগরিতে নাজমা আক্তার এবং ৯ম-১০ম শ্রেণি ক্যাটাগরিতে জেরিন তাছনিম উপমা প্রথম স্থান, কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ-অষ্টম শ্রেণি ক্যাটাগরিতে তাছনিম জান্নাত প্রথম স্থান এবং ৯ম-১০ম শ্রেণি ক্যাটাগরিতে মোহনা চৌধুরী দ্বিতীয় স্থান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৯ম-১০ম শ্রেণি ক্যাটাগরিতে সিদরাতুল মুনতাহা জান্নাত প্রথম স্থান, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ৯ম-১০ম শ্রেণির ক্যাটাগরিতে নমশ্রী দেব তৃতীয় স্থান অর্জন করে।

ha-(3).jpg

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ha-(3).jpg

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। আমরা স্কুলে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার ওপরও গুরুত্ব দেই। আশা করছি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এমএস