দুই যুবকের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ, আহত ৩০
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই যুবকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার পুরানগাঁও গ্রামে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে পুরানগাঁও গ্রামের এক যুবকের সঙ্গে বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি উভয় গ্রামের মানুষের মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে অন্তত ৩০ আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম