ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রবাসীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ০৫:০৭ এএম, ০২ মার্চ ২০১৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি নেতার বিরুদ্ধে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে। আদালতে চলমান মামলাকে অমান্য করে উপজেলা বিএনপি নেতা নুরুল হুদা চৌধুরী ইতালি প্রবাসীর উপজেলার সদরের এ মূল্যবান সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন।

ফটিকছড়ির ইতালি প্রবাসী গোলাম মোস্তফার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

বিষয়টি তদন্ত করে প্রবাসীর স্বার্থ সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের আইজি, র্যাব মহাপরিচালক ও চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। গত ১ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব কালাচাঁদ সরকার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জারি করা হয়।

লিখিত অভিযোগে প্রবাসী গোলাম মোস্তফা জানান, তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ইতালিতে কর্মরত আছেন। দীর্ঘদিন দেশে না থাকার সুবাধে স্থানীয় উপজেলা বিএনপি নেতা নুরুল হুদা চৌধুরী তার ঘরের পার্শ্বে গোলাম মোস্তফাদের পৈত্রিক জমির প্রায় এক শতকেরও বেশি জায়গা জবর দখল করে নেয়।

গত বছরের জুন মাসে এ নিয়ে দেশে ফিরে জবর দখলকৃত জমি ছেড়ে দেয়ার জন্য নুরুল হুদাকে একাধিকবার বললেও তিনি উক্ত জমি ছেড়ে দেননি। এ নিয়ে বেশ কয়েক দফা স্থানীয়ভাবে সালিশী বৈঠকও হয়। কিন্তু কোন ধরনের সিদ্ধান্ত মানেননি নুরুল হুদা। এর পর গত ২৯ জুন নুরুল হুদার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোলাম মোস্তফা।

থানায় ডায়রি করার পর ক্ষিপ্ত হয়ে নুরুল হুদা তার লোকজন নিয়ে গোলাম মোস্তফার উপর অতর্কিত হামলা করে তাকে মারাত্মক আহত করেছিলেন। এ নিয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হলে বিএনপির এ নেতা তখন গ্রেফতার হন।

বর্তমানে উক্ত মামলা চলমান রয়েছে। এদিকে জেল থেকে জামিনে এসে পুনরায় গোলাম মোস্তফাদের পৈত্রিক উক্ত জমি জবর দখলে রেখেছে উক্ত বিএনপি নেতা।

গোলাম মোস্তফা জানান, বর্তমানে নুরুল হুদা চৌধুরী তার লোকজন নিয়ে গোলাম মোস্তফা ও তাদের পরিবারের সদস্যদেরকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। তাদেরকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি প্রদান করছে।

বর্তমানে ভূমিদস্যু নুরুল হুদা গংদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী গোলাম মোস্তফার পরিবার। হামলা মিথ্যা মামলায় জড়ানোসহ যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে মর্মে আশংকা প্রকাশ করেছেন উক্ত প্রবাসী। তিনি বিএনপির এ প্রভাবশালী নেতার এ ধরনের অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে মামলা চলমান আছে। আমরা নুরুল হুদাকে একবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছিলাম। আবারো এ ধরনের কোন বিষয় তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বিএনপি নেতা নুরুল হুদার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জেএইচ/পিআর