ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে গাড়িচাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৬:১১ এএম, ০২ মার্চ ২০১৬

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের  বয়স আনুমানিক ৩০ বছর। পরনে লাল গেঞ্জি ও কালো রংয়ের ফুল প্যান্ট রয়েছে।

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়ের মৃধা জানান, টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভোর রাত সাড়ে ৪টার দিকে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর