ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের সিটের ভেতর লুকানো ছিল ১০ হাজার ইয়াবা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১০ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ লুৎফর রহমান ওরফে বুলেট (৩২) নামে এক বাসচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লুৎফর রহমান ওরফে বুলেট টাঙ্গাইল সদরের কাবিলাপাড়া এলাকার মো. ভুলু মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র টাঙ্গাইলে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের চালক লুৎফর রহমান ওরফে বুলেটের দেখানো মতে পেছনের একটি সিটের ভেতর লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস