বিএনপি-জামায়াতের আমলে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াতের আমলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারী দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়েত অপশক্তি নারীদের শিক্ষা-দীক্ষা, কাজকর্ম ও স্বাধীনতাসহ সবকিছুর বিরুদ্ধে কাজ করে। তারা চায় না নারীরা এগিয়ে যাক, শিক্ষিত হোক, স্বাবলম্বী হোক।
তিনি বলেন, একটি জাতির অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে না। সে জন্যই বিএনপি-জামায়াতের আমলে দেশ আগায় না। শেখ হাসিনার আমলে নারী-পুরুষ সবাই সমানতালে এগিয়ে যায়। তাই আগামী নির্বাচনে আবারো নৌকাকে জয়যুক্ত করে দেশের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
আরও পড়ুন: শিক্ষাকে আনন্দময় করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, আজকে রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎসহ প্রত্যন্ত চরাঞ্চলে ব্যাপক উন্নতি হয়েছে। চাঁদপুরের চরাঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে তা কেউ কখনো ভাবেনি। এসব উন্নয়ন সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে। সেজন্য শেখ হাসিনা যেন পুনরায় প্রধানমন্ত্রী হতে পারেন সেজন্য সবাইকে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, আজকে তারা আবারো জালাও পোড়াও করতে চায়। যারা ২০০১ সালের পরে সারাদেশে তাণ্ডব চালিয়েছিল, নারী ধর্ষণ, অগ্নি সন্ত্রাস, দখল করেছিল। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায়মুক্তি দিয়েছিল তাদের পুরস্কৃত করা হয়। সেই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পৌর মহিলা আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম