ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজার

বিএনপির মানববন্ধনে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ২০

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১১ মার্চ ২০২৩

মৌলভীবাজারে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

বিএনপির অভিযোগ, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের মতো মৌলভীবাজারে দলটির কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। বিএনপি নেতাকর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম বলেন, দুপুর একটার দিকে শহীদ মিনার থেকে শুরু হওয়া বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল নিয়ে হামলা চালান। এসময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ১৫ জন আহত হন।

বিএনপির মানববন্ধনে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ২০

জানতে চাইলে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন বলেন, শহীদ মিনার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের শান্তি মিছিল চলছিল। এসময় কে বা কারা মিছিলের মধ্যে ঢিল মারে। এরপর থেকেই সংঘর্ষের শুরু হয়। এ ঘটনায় ছাত্রলীগের পাঁচজন আহত হন।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নাছের রিক আবদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। কে বা কারা এ সংঘর্ষ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে ভিডিও ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আব্দুল আজিজ/এমআরআর/জেআইএম