ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হলেন বৃদ্ধ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১১ মার্চ ২০২৩

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে রাস্তা পার হতে গিয়ে রজব আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) বিকেলে সদর উপজেলার বড়বাড়ী আইড়খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রজব আলী বড়বাড়ি ইউনিয়নের আইড়খামার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কুড়িগ্রামের দিকে কর্ণফুলী নামক একটি বাস যাচ্ছিল। বাসটি আইড়খামার এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত রজব আলীকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এফএ/জেআইএম