সাবানের প্যাকেটে মিললো হাজার পিস ইয়াবা
নোয়াখালীর সোনাইমুড়ীতে সাবানের (স্যান্ডালিনা) প্যাকেটে কৌশলে মাদক পাচারের সময় আরিফ হোসেন মজুমদার (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের জাকির স্টোর সংলগ্ন এলাকায় আল বারাকা এক্সক্লুসিভ বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ হোসেন মজুমদার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের রাজ বাড়ির মৃত আবদুল মান্নান মজুমদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে আসামি আরিফ হোসেন মজুমদারকে আটক করা হয়। এ সময় তার কাছে কৌশলে রাখা সাবানের প্যাকেট থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার আরিফ এবং তার পলাতক সহযোগী লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া গ্রামের মৃত খোকন দেবনাথের ছেলে পলাশ দেবনাথকে (২৫) আসামি করে সোনাইমুড়ী থানায় মামলা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম