হেরোইন পাচার মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় মো. বাদশা (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বাদশার স্ত্রী রোজিনার কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. বাদশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে তার নিজ বাড়ি থেকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ২০১৯ সালের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যাহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
সোহান মাহমুদ/এফএ/এএসএম