ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমপির হাতে সব সমস্যার সমাধান নেই: মাশরাফি

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৭ মার্চ ২০২৩

চতুর্থবারের মতো জনতার মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এ সময় জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বিভিন্ন সমস্যা সমাধানে দিয়েছেন প্রতিশ্রুতিও।

‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর বাজারে যান তিনি।

বীর মুক্তিযোদ্ধাদের ভাতার আওতাভুক্ত না হতে পারা সম্পর্কিত এক প্রশ্নে মাশরাফি বলেন, সংসদ সদস্যের হাতে সব সমস্যার সমাধান নেই। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কিছু বলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও মুক্তিযোদ্ধা হওয়া বাঞ্ছনীয়। স্বাধীনতার অনেক পরে আমার জন্ম, এরপরও আপনাদের সমস্যা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কথা বলবো। দরকার হলে মন্ত্রীর শরণাপন্ন হয়ে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।

তিনি আরও বলেছেন, আমি এখানে কোনো গ্রুপিং করতে আসিনি। জনগণের কাজ করতে এসেছি। আপনাদের এখানে যখন প্রথম এসেছিলাম দলমত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছিলেন। সেটাই চাই।

jagonews24

মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চার বছরে কাজের হিসাব দিতে এসেছি। আমি আপনাদের জন্য কাজ করছি, আপনাদের এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। কে আপনারা, কার দল করেন, এটা আমার জানার বিষয় না। সবাই আমার কাছে সমান।

মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে ইতনা ইউনিয়ন পরিষদ।

এতে আরও উপস্থিত ছিলেন- লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিয়ানুক রহমান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. নাসির উদ্দিনসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হাফিজুল নিলু/এসজে/এমএস