ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ১০টি ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৩ মার্চ ২০১৬

সাভারে আশুলিয়ায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে অন্তত ১০টি আধাপাকা ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার রাত ২টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শাহআলম মোল্লার বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই বাড়ির পানি ওঠানোর মোটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

ওই কর্মকর্তা আরো জানান, পরে স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাড়ির অন্তত ১০টি আধাপাকা ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়।

আল-মামুন/জেএইচ/আরআইপি