সীমান্ত থেকে পিস্তল আনতে গিয়ে গ্রেফতার যুবক
র্যাবের হাতে গ্রেফতার আব্দুস ছালাম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত থেকে গুলি ও পিস্তল আনতে গিয়ে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন আব্দুস ছালাম (২৭) নামে এক যুবক।
রোববার (১৯ মার্চ) রাতে উপজেলার কানসাট ইউনিয়নের গোপাল নগর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছালাম নীলফামারীর সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের মৃত সলেমানের ছেলে।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোপাল নগর মোড়ে অভিযান চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ছালাম সৈয়দপুরের বাসিন্দা। অবধৈ অস্ত্র নিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এসেছিলেন তিনি। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানিকগঞ্জের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
- ২ ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ
- ৩ পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন নেমেছে ৪৬ মেগাওয়াটে
- ৪ বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
- ৫ মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা