জয়পুরহাটে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
জয়পুরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর জামায়াতের আমির হাসিবুল আলম লিটনকে (৩৮) একাধিক নাশকতা মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় জয়পুরহাট পৌর শহরের মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিটন একই উপজেলার থানাপাড়া এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) মাহফুজার রহমান জানান, বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল চলাকালে বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে। এ সব নাশকতার মামলায় তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
রাশেদুজ্জামান/এসএস/আরআইপি