ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে শ্রমিককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:২০ এএম, ০৩ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাস মিয়া (৪০) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহত এলাস মিয়ার ভাই সাঈদ মিয়া (২৫) গুরুতর আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত এলাস মিয়া উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাঈন উদ্দিন জাগো নিউজকে জানান, দুপুরে উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনে ট্রেন থেকে ডাব নামানোর ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী ও স্থানীয় সেজামোড়া গ্রামের এক বাসিন্দার সঙ্গে রেলওয়ে শ্রমিক (কুলি) এলাস মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যাত্রী মোবাইল ফোনে তার গ্রাম থেকে কয়েকজনকে ডেকে এনে এলাস ও তার ভাই সাঈদকে মারধর করেন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এলাসকে মৃত ঘোষণা করেন। তবে ওই যাত্রীর কোনো নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/আরআইপি