চাঁপাইয়ে নিহত এসআই সাদিকুলের বাড়িতে শোকের মাতম
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলামের গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শীবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামে চলছে শোকের মাতম।
ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে এসআই সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনরত অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শীবগঞ্জ থানায় উপ-পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
এসআই সাদিকুলের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর (ঘাটপাড়া) গ্রামে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার বৃদ্ধ মা সুখি বেওয়া (৬৫)। মায়ের কান্না থামাতে পারছেন না তার বোন শাহানাজ বেগম।
সুখি বেওয়া জানায়, ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল বুধবার দুপুরে। সে মাকে বলেছিল ছুটিতে এসে মাকে তার কাছে বেড়াতে নিয়ে যাবে। কয়েকদিন তার কাছে রাখবে। মাকে বলেছিল নিজের দিকে খেয়াল রাখতে।
গ্রামবাসী জানান, সৎ ও ভালো স্বভাবের ছেলে বলে এলাকায় পরিচিত সাদিকুল। ২০০১ সালে পুলিশের চাকরিতে যোগ দেয় সে। তার সংসারে স্ত্রীসহ দুটি কন্যা সন্তান রয়েছে। এরা হলো, বড় মেয়ে সাদিয়া খাতুন (৭) ও ছোট মেয়ে সামিনা (১)। সে স্ত্রী সন্তানদের নিয়ে কর্মস্থলে বসবাস করছিল। সাদিকুল ইসলামের বাবা আব্দুস ছাত্তার মুক্তিযোদ্ধা ছিলেন।
এমদাদুল হক মিলন/ এমএএস/পিআর