মাদারীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ ইউপি চেয়ারম্যান নির্বাচিত
মাদারীপুরের শিবচর উপজেলায় ১৬ ইউনিয়নের মধ্যে ১২টিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, ২ জন ইউপি সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ১ম দফা ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।
এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এক বিএনপি প্রার্থীসহ ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, কুতুবপুর ইউনিয়নের আতিকুর রহমান (আ.লীগ), কাঁঠালবাড়ী ইউনিয়নের মোহসিন উদ্দিন (আ.লীগ), দত্তপাড়া ইউনিয়নের মুরাদ মিয়া (আ.লীগ), পাঁচ্চর ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদার (আ.লীগ), মাদবরচর ইউনিয়নের চৌধুরী সুলতান মাহমুদ (আ.লীগ), বহেরাতলা উত্তর ইউনিয়নের মো. জাকির হোসেন হায়দার (আ.লীগ), বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের অলি উল্যাহ (আ.লীগ), শিরুয়াইল ইউনিয়নের আতিকুর রহমান মুরাদ হাওলাদার (আ.লীগ), নিলখী ইউনিয়নে মো. ওয়াসিম (আ.লীগ), কাদিরপুর ইউনিয়নে বি,এম জাহাঙ্গির হোসেন (আ.লীগ), বন্দরখোলা ইউনিয়নে নিজাম উদ্দিন বেপারী (আ.লীগ), ভান্ডারী কান্দি ইউনিয়নে শওকত হোসেন নান্নু (আ.লীগ)।
একক প্রার্থী হিসেবে মাদবরচরের ২নং সংরক্ষিত আসনে রানু আক্তার, চরজানাজাত ইউনিয়নে ৭নং ওয়ার্ডে নাসির সরকার, শিবচর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মো. আকবর হাওলাদার ইউপি সদস্য হিসেবে বিজয়ের পথে রয়েছেন।
এদিকে একাধিক প্রার্থী থাকায় বাঁশকান্দি, দ্বিতীয়খন্ড, চরজানাজাত ও শিবচর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজমল হোসেন জানান, ১২টি ইউনিয়নে এ পর্যন্ত চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ওই সকল ইউনিয়নে সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি চারটি ইউনিয়ন- বাঁশকান্দি, চরজানাজাত, শিবচর, ও দ্বিতীয়া খন্ড ইউনিয়নে প্রার্থী রয়েছে। এখানে ইউপি চেয়ারম্যান পদসহ সকল পদের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।
নাসিরুল হক/এফএ/পিআর