ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়রের পর সিবিএ নির্বাচনেও চুন্নুর পরাজয়

প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৩ মার্চ ২০১৬

যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পরাজয়ের দুই মাস পর সিবিএ নির্বাচনেও হেরে গেলেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এসএম কামরুজ্জামান চুন্নু। শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ার রাজঘাটে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) সিবিএর বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন।

যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দুইবারের পৌরসভার মেয়র এসএম কামরুজ্জামান চুন্নুর সিবিএ নির্বাচনে হেরে যাওয়ার খবরে যশোর-অভয়নগরে চলছে নানা মুখরোচক গল্প।

সূত্র মতে, বৃহস্পতিবার অনুষ্ঠিত যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) নির্বাচনে শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন ভোটযুদ্ধে নামে। শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন হারুন অর রশিদ মল্লিক। আর কামরুজ্জামান চুন্নু ছিলেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে।

এ নির্বাচনে ১৪৫০ জন ভোটারের মধ্যে ১৪৩৭ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ছাতা প্রতীক নিয়ে হারুন অর রশিদ মল্লিক সাধারণ সম্পাদক পদে ৮১৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইকেল প্রতীক নিয়ে কমরুজ্জামান চুন্নু ৬০২ ভোট পেয়ে পরাজিত হন। এর আগেও তিনি সিবিএ নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

এদিকে, সিবিএ নির্বাচনে পরাজিত হওয়ার আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন এসএম কামরুজ্জামান চুন্নু। এর আগে ৩০ ডিসেম্বর যশোর পৌরসভা নির্বাচনে হেরে যান এই দাপুটে নেতা। নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে গিয়ে তিনি পরাজিত হন। এজন্য তিনি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় শ্রমিক লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

মিলন রহমান/এআরএ/এসকেডি