কক্সবাজারে ওয়ারেন্টভুক্ত মানবপাচারকারী আটক
কক্সবাজার শহর থেকে মানবপাচারের অভিযোগে ওয়ারেন্টিভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের কাছ থেকে তাকে আটক করা হয়। আটকের নাম ওসমান সরওয়ার (৩০)। আটক ওসমান কক্সবাজার পৌরসভার এস.এম পাড়া এলাকার আকবর আহমদের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, কক্সবাজারের চকরিয়ার আমির হোসেন নামের এক ব্যক্তি ওসমান সরোয়ারের নামে মানবপাচারের অভিযোগে মামলা করেছেন। এটি ছাড়াও তার বিরুদ্ধে এসব ঘটনায় আরো একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি জিআর (নাম্বার-২৯/১৬) মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আলোকে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ওসমান সরওয়ারকে আটক করা হয়। আটকের পর তাকে হাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এসকেডি