নেত্রকোনায় অটোরিকশা চাপায় শিশু নিহত
নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নে হরগাতী গ্রামে শুক্রবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় রূপালী আক্তার (৬) নিহত হয়েছে। সে স্থানীয় প্রতিশ্রুতি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী। রূপালী পঞ্চাননপুর গ্রামের নূর মোহাম্মদ রবিনের মেয়ে।
জানা গেছে, সদর উপজেলার হরগাতী নামক স্থানে নেত্রকোনা-আটপাড়া সড়কে শুক্রবার সকাল ৯টার দিকে রুপালী বাড়ির অদূরে দোকান থেকে মুড়ি কিনতে যায়। ফেরার সময় নেত্রকোনাগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী অটোরিকশাটি আটক করেছে। চালক পালিয়ে গেছেন।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাছুদুল আলম জানান, অটোরিকশা চাপায় শিশু নিহতের আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি