ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অভিযানের খবর পেয়ে দোকান ছেড়ে পালালেন মুরগি ব্যবসায়ীরা

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৭ মার্চ ২০২৩

নড়াইলের লোহাগড়ায় মুরগি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান বেশি দামে মুরগি বিক্রি করা অধিকাংশ ব্যবসায়ী।

সোমবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, ২৪৫ টাকা কেজি দরে মুরগি বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। খবর পেয়ে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। তবে অভিযানের খবর পেয়ে বাজার থেকে মুরগির ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে মূল্য তালিকা না থাকায় উপস্থিত কয়েক ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

jagonews24

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক প্রণব কুমার প্রামানিক বলেন, অভিযানের খবর পেয়ে অধিকাংশ ব্যবসায়ী পালিয়ে গেছেন। উপস্থিত কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

হাফিজুল নিলু/এসআর/এমএস