ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বিসমিল্লাহ গ্রুপের কারখানায় আগুন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৮ মার্চ ২০২৩

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরার চালা এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ গ্রুপের কারখানার একটি শেডে আগুনের সূত্রপাত হয়।

jagonews24

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস