ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৪ মার্চ ২০১৬

রাজশাহী মহানগরীতে ২০ হাজার ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার মোল­াপাড়া এলাকা থেকে ইয়াবাসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলো, নগরীর শাহ মখদুম থানার ফুটকিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আয়নাল (৪৫) ও রাজপাড়া থানার মোল­াপাড়ার রুস্তম আলীর স্ত্রী জহুরা (৫০)। ওই সময় একটি মোটরসাইকেল ও মোবাইল সেট জব্দ করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৫ এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা এএসপি শ্যামল চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর সালামের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল শুক্রবার সন্ধ্যায় মহানগরীর মোল­াপাড়া এলাকায় রুস্তম আলীর বাড়িতে অভিযান চালায়। ওই সময় বাসার একটি কক্ষ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের ইয়াবাসহ আটক করে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে রাজশাহীসহ অত্র অঞ্চলে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/জেএইচ