ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাউবোর স্টোর রুমে মেছোবাঘের ছানা

প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৪ মার্চ ২০১৬

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের স্টোর রুম থেকে তিনটি মেছোবাঘের ছানা উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে কক্ষটি পরিষ্কার করতে গিয়ে পাউবোর কর্মচারীরা ওই তিনটি ছানা দেখতে পান।

কর্মচারীরা জানান, পাউবো কার্যালয়ের স্টোর রুমটি মূল ভবনের পেছনে অবস্থিত। গত ৬-৭ বছর ধরে সেটি বন্ধ আছে। শুক্রবার দুপুরে সেটি পরিষ্কার করতে গিয়ে কর্মচারীরা দরজা খুলেন। এ সময় একটি মেছোবাঘ ভাঙা ভেন্টিলেটরের ফাঁক দিয়ে চলে যেতে দেখেন এবং কক্ষের ভেতরে তিনটি মেছো বাঘের ছানা দেখতে পান। পরে বিষয়টি পাউবোর নির্বাহী প্রকৌশলীকে জানান তারা।

পাউবোর নিরাপত্তাকর্মী আনু মিয়া জানান, ওই কক্ষটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মেছোবাঘটি পালিয়ে যায়। ছানাগুলোকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন জানান, স্টোর রুমের একটি ভেন্টিলেটরের কাছে কিছু ভাঙা জায়গা ছিল। মনে হয় সেদিকে ঢুকেই বাঘটি এখানে ছানা প্রসব করেছে। ছানাগুলো রাতে সেখানেই রাখা হবে, যাতে মা বাঘটি এসে ছানাদের পায়।

জেলা বন কর্মকর্তা বলরাম রায় বলেছেন, আমাদের ধারণা দুই-তিন দিন আগে এই ছানাগুলোর জন্ম হয়েছে। এখনও ভালো করে চোখ খোলেনি। আমরা পাউবোর কর্মকর্তাকে অনুরোধ করেছি রাতে সেগুলোকে ওই কক্ষে রেখে জানালা খোলা রাখতে। যাতে মা বাঘ ছানাগুলোকে নিয়ে যাওয়ার সুযোগ পায়।

ছামির মাহমুদ/জেএইচ