ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে বাংলাদেশ পেতাম না’

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আইয়ুব খান ২৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলে ১৩ বছর জেলে রাখেন।

শুক্রবার (৩১ মার্চ) সকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক আরও বলেন, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু মাত্র ৯ বছর জেলের বাইরে ছিলেন। এ সময়টাতে গোয়েন্দারা প্রতিদিন রিপোর্ট করতো শেখ মুজিব পূর্বপাকিস্তানে স্বাধীনতা চায়। তার বক্তব্যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম প্রমাণিত হয়। এতে বুঝা যায় পাকিস্তান জন্মের পর থেকে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

আরও পড়ুন: রূপপুর নিয়ে প্রশ্ন শুনে ক্ষেপে গেলেন মন্ত্রী

মন্ত্রী সকালে হাতিয়া পৌঁছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফিতা কেটে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, মুক্তিযুদ্ধকালীন হাতিয়ার কমান্ডার সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ওয়ালী উল্যাহ ও উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, জেলা পরিষদ সদস্য মুহিউদ্দিন মুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম