ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্বৃত্তদের আক্রমণে আহত ময়নাকে অনুদান

প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৫ মার্চ ২০১৬

পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের ইমাম হোসেন মৃধার মেয়ে হতদরিদ্র ময়নার পাশে সহায়তার হাত বাড়ালো উপজেলা মহিলা পরিষদ ও উন্নয়ন পরিষদ।

শনিবার বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসতাপালে আহত ময়নার হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন কাউখালী মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার ও কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সমাজ সেবক আ. লতিফ খসরু।

এ সময় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, ময়নার বাবা ইমাম হোসেন ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। তারা নেতৃবৃন্দ ময়নার চিকিৎসার খোঁজ খবর নেন।
 
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু ময়নার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার রাতে কেউন্দিয়া গ্রামের নিজ বাড়িতে থেকে দুর্বৃত্তরা ময়নাকে তুলে নিয়ে তার হাত পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কাউখালী উন্নয়ন পরিষদ মহিলা পরিষদকে সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে এই খবর বিভিন্ন গণমাধ্যম ও পত্র-পত্রিকায় প্রকাশিত হলে এলাকাবাসী দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের দাবি করে।

হাসান মামুন/এফএ/এমএস