খাল ভরাটের দায়ে জরিমানা গুনলেন প্যানেল চেয়ারম্যান
মাটি ফেলে সরকারি খাল ভরাট করায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আ. বাসেদকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ এ অভিযান পরিচালনা করেন। ।
প্যানেল চেয়ারম্যান বাসেদ বলেন, ‘নিজের বাড়িতে মাটি ফেলার সময় কিছু খালে গিয়ে পড়ে। আমি ইচ্ছে করে খাল ভরাট করিনি।’
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, এ বিষয়ে জনপ্রতিনিধিদের আরও সচেতন হতে হবে। এলাকার বেশিরভাগ খাল রাঘববোয়ালদের দখলে আছে। এগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এসজে/এমএস