ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুর

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত এ অভিযান চালান।

অভিযানে দেখা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমিয়ে সরকার এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও উপজেলার দাশের জঙ্গল বাজারে দুইটি দোকানে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং আরেকটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত বলেন, রমজান সামনে রেখে সরকার গ্যাসের দাম ১২ কেজিতে ১৭৮ টাকা কমিয়েছে। তারপরও ব্যবসায়ীরা আগের দামেই সিলিন্ডার বিক্রি করছিলেন বলে অভিযোগ আসে।

তিনি বলেন, বুধবার উপজেলার দাশের জঙ্গল বাজারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এমআরআর/এএসএম