ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় দুই মুড়ি কারখানার ৫৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৬ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

খোঁজ নিয়ে জানা যায়, আগে সতর্ক করা সত্বেও অস্বাস্থ্যকরভাবে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে ভুয়া বিজ্ঞাপন দেওয়ার অপরাধে হাতিকাটা মোড় এলাকায় মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আলুকদিয়া বাজারে মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মুড়ি কারখানায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসজে/এএসএম