ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের ১০ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সেলিম রেজা (২৯) নামের এক যুবকের ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর ঘাটে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

jagonews24

সেলিম রেজা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালিনগর মিরেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে পদ্মা নদীর তীর থেকে অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে বিক্রি করেছেন, এমন তথ্যের ভিত্তিতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬ নং ঘাটে অভিযান চালিয়ে একজনকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোহেল মাহমুদ/আরএইচ/জিকেএস