হলুদ-মরিচের গুঁড়ায় রং, কারখানাকে জরিমানা
ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি ও ক্ষতিকর রং মেশানোর অপরাধে একটি মসলা কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) দুপুরের দিকে ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ভিআইপি মসলা কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহামুদুল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশে ও রং মিশিয়ে মসলা তৈরির অভিযোগে বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি মসলা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হলুদ ও মরিচের গুঁড়ায় রং মেশানো অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস