ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১২ এপ্রিল ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

jagonews24

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডের সামনের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় দেড়ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস