ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৩ এপ্রিল ২০২৩

শরীয়তপুরের ডামুড্যায় সড়কে যানবাহন জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রমিক লীগ সভাপতি কালাম চৌকিদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ডামুড্যা উপজেলা গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, শ্রমিক লীগ নেতা কালাম ডামুড্যা উপজেলায় নতুন কোনো অটোরিকশা রাস্তায় নামলে চালকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেন। এছাড়া প্রতি গাড়ি থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা তুলতেন। কেউ না দিলে তাকেসহ তার গাড়ি আটকিয়ে রেখে দরবার করে টাকা আদায় করতেন। বুধবার এ অভিযোগের ভিত্তিতে কালামকে গ্রেফতার করা হয়েছে।

বাদী জুলফিকার আলী বলেন, আমার ছেলে চট্টগ্রাম থেকে অটোরিকশা কিনে স্ট্যান্ডে গেলে সেখান থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন কালাম। আমরা গরিব মানুষ তাই পরে স্থানীয়দের সঙ্গে বসে পাঁচ হাজার টাকায় রফার সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্ত তিনি না মেনে চাঁদার ৫০ হাজার টাকা না দিতে পারায় আমার গাড়ি তার বাড়িতে নিয়ে যায়। তাই আমি নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দিই।

শরীয়তপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ সরদার বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে কেউ জড়িত হলে তার কোনো ছাড় নেই। আমরা চাঁদাবাজদের কোনোমতেই সংগঠনে রাখবো না।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, উপজেলার শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ পাই। পরে তদন্ত করে দেখি সে অটোরিকশার মালিকের থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিতো। পরে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নিয়ে গ্রেফতার করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল, মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রির অভিযোগসহ এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। আটটি মামলা আদালতে চলমান।

এমআরআর/এএসএম