খুলনায় চিকিৎসকদের ধর্মঘট স্থগিত
খুলনায় ৪ দিনের জন্য ধর্মঘট স্থগিত করেছেন চিকিৎসকরা। রোগীদের কথা চিন্তা করেই ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকগণ। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখেই খুলনার চিকিৎসক নেতৃবৃন্দ ধর্মঘট স্থগিত করেছেন বলেও একটি সূত্রে জানা গেছে।
রোববার খুলনা মহানগরীর সাত রাস্তার মোড়ে খুলনা বিএম এর সামনে প্রতিবাদ কর্মসূচি থেকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এখানে বলা হয়, আগামী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ধর্মঘট স্থগিত থাকবে। এরপর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবিতে খুলনা বিএমএ এর উদ্যোগে আগামী শুক্রবার চিকিৎসকদের সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা সভাপতি ডা. বাহারুল আলম বলেন, রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে ৪ দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে আবারও ধর্মঘটের ডাক দেওয়া হবে।
সমাবেশে অনান্যনের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ খুলনা জেলা শাখার সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনর রশিদ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, প্রচার ও জন-সংযোগ সম্পাদক সম্পাদক ডা. সুমন রায়, দপ্তর সম্পাদক আনোয়ার সাহাদৎ তুহিন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ডা.আনোয়ারুল আজাদ, ডা. ডালিয়া আক্তার, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. মো. হাসান, ডা. কাজী করিম নেওয়াজ বিপিএমপিএ ও বিপিসিডিওএ খুলনা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.গাজী মিজানুর রহমান, একই সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সওকাত আলী লস্কর, কোষাধ্যক্ষ ডা. এম এ হান্নান প্রমুখ।
উল্লেখ্য, খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনকে পিটিয়ে আহত করার প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবিতে বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করে খুলনার চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা, প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) একযোগে এ ধর্মঘট কর্মসূচি পালন করে।
আলমগীর হান্নান/এফএ/এবিএস