ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু

প্রকাশিত: ১১:০৭ এএম, ০৬ মার্চ ২০১৬

বরিশালের হিজলা উপজেলার মিয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে দুইটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মা ও দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় ওই পরিবারের অপর এক সদস্যকে রোববার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী এমভি জহিদ-৪ এবং বরগুনা থেকে ছেড়ে ঢাকাগামী এমভি কিং সম্রাট লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলো, কিং সম্রাট লঞ্চের ডেক শ্রেণির যাত্রী তাছলিমা বেগম তার মেয়ে জান্নাত ও ছেলে হিরন।

কিং সম্রাট লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন জানান, বিপরীত দিকে থেকে আসা লঞ্চটি কিং সম্রাটের মাঝ বরাবর আঘাত করে। এতে লঞ্চের ডেক শ্রেণির যাত্রী তাছলিমা বেগম এবং তার মেয়ে জান্নাত ঘটনাস্থলে নিহত হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তাছলিমার ছেলে হিরণের মৃত্যু হয়।

তাছলিমার অপর মেয়ে নাসরিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। আঘাতে কিং সম্রাট লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়েছে। লঞ্চটি ঢাকা নদী বন্দরে এবং ঘাতক লঞ্চটি পটুয়াখালীর রাঙাবালীতে পৌঁছেছে।

বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফ আমীন/এআরএ/পিআর