ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নব-নির্বাচিত মেয়র রেন্টুর যশোর পৌরসভার দায়িত্বভার গ্রহণ

প্রকাশিত: ১১:১৪ এএম, ০৬ মার্চ ২০১৬

যশোর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। ১৫২ বছরের পুরনো যশোর পৌরসভার নবম নির্বাচিত পৌর পিতা হিসেবে রোববার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বর নৌকা প্রতীক নিয়ে তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন।

রোববার দুপুরে পৌর-মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌরসভা চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।

এর আগে নব-নির্বাচিত মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু পৌরসভা অঙ্গনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

মিলন রহমান/এআরএ/পিআর