ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৬ মার্চ ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ শহর ও শিবগঞ্জে রোববার সকালে ও দুপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের গাফুরুদ্দিনের ছেলে সৈয়ব আলম (৬৫) ও শিবগঞ্জ উপজেলার চৈতণ্যপুর গ্রামের মফিজুল হক (৪০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোলাহাটগামী যাত্রীবাহী একটি মিনিবাস শহরের শান্তিমোড় বাসস্টপেজে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে এবং গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় সেখানে বসে থাকা ৮ জন বাসের ধাক্কায় আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় সৈয়ব আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
অপর দিকে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি কলেজ এলাকায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ভটভটি যাত্রী মফিজুল হক গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মোহাঃ আব্দুল­াহ/ এমএএস/এবিএস