ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে স্কুলছাত্রী ধর্ষণ : আটক ৩

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৬ মার্চ ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গীর গুটিয়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রোববার সকালে ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার সুলতান (২৩), জাহাঙ্গীর আলাম (২৫) ও রতন সরকার (২৩)।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, শনিবার সন্ধ্যায় এক ছাত্রী থানায় অভিযোগ করেন যে বৃহষ্পতিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে মামার বাড়িতে যাওয়ার পথে ৪ যুবক তাকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীর এই অভিযোগ আমলে নিয়ে ধর্ষকদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়। অপর এক আসামি পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, এব্যাপারে ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আমিনুল ইসলাম/এফএ/পিআর