ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলের মহাসড়কে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আহত হয়েছেন অন্তত তিনজন।

শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের সরাতৈল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, পরিবারের সদস্যরা ঢাকা থেকে প্রাইভেটকারযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকার মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা একজন মারা যান। এছাড়া শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

এসআই আরও বলেন, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস