কিশোরগঞ্জে পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন
সরকারি নির্দেশ অমান্য করে কিশোরগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের বত্রিশ হরিজন পল্লি এলাকায় প্রায় ভরাট হয়ে যাওয়া একটি পুকুরপাড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট হামিদা বেগস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এক সময় কিশোরগঞ্জ শহরে ৭০টি বেসরকারি ও ১৭টি সরকারি পুকুর ছিল। কিন্তু বর্তমানে বেশিরভাগ পুকুর ভরাট হয়ে গেছে। পৌরসভার ময়লা ফেলে অনেক পুকুর আস্তে আস্তে ভরাট করে ফেলা হচ্ছে। এসব পুকুর ভরাট করে নির্মাণ হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানসহ সুউচ্চ ভবন। পুকুর ভরাট নিয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
আরএইচ/জিকেএস