ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নকলায় আ.লীগের আবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৬ মার্চ ২০১৬

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শেরপুরে নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। প্রার্থী যাচাই-বাছাইয়ে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনিই এখন একমাত্র বৈধ প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে জমা দেওয়া বিএনপি প্রার্থীর উপযুক্ত বয়স না হওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। তাই একমাত্র বৈধ প্রার্থী হিসেবে শামছুর রহমান আবুলের নির্বাচিত হওয়ার এখন শুধু অনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার অপেক্ষা।

নকলা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ৯টি ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে গনপদ্দী ইউনিয়নের বিএনপি হতে প্রথমে উমর মিয়াকে মনোনয়ন দেওয়া হয়। পারিপার্শ্বিক বিবেচনায় উমর মিয়া নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেন। পরে মো. আবু সাঈমকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু তার বয়স ২৫ বছর না হওয়ায় শনিবার যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ মাকসুদ আলম। ফলে একক প্রার্থী হওয়ায় মো. শামছুর রহমান দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

অপরদিকে ৩নং উরফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুজন মিয়ার বয়স কম হওয়ায় সাইজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হচ্ছেন।

ব্যাংক ঋণ থাকায় একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গেন্দু মিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে। গেন্দু মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হলে এখানে আতর আলীও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হবেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাকসুদ আলম বলেন, চেয়ারম্যান পদে গনপদ্দী ইউনিয়নে একমাত্র বৈধ প্রার্থী হলেন আ.লীগের মনোনীত প্রার্থী শামছুর রহমান আবুল। যাচাই-বাছাইয়ে বয়স কমের কারণে বিএনপি মনোনীত প্রার্থী আব সাঈমের মনোনয়পত্র বাতিল হয়েছে।

হাকিম বাবুল/এমএএস/আরআইপি