পদ্মা সেতু এলাকায় ভ্যানে বাসের ধাক্কা, নিহত যুবক
পদ্মা সেতুর সংযোগ সড়কে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় লাক্কু মাদবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় গোল চত্বর জমাদ্দারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, বসুমতি বাস একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানে একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। আরও ছয়জন যাত্রী আহত হয়ে জাজিরা হাসপাতালে ভর্তি আছেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জাগো নিউজকে বলেন, বাসচাপায় ভ্যানের ছয়জন যাত্রী আহত ও একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়ার আবেদন আমরা জেলা প্রশাসককে পাঠিয়েছি।
এসজে/এএসএম