ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিসিটিভির ফুটেজ দেখে ৫ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

নোয়াখালীতে সিসিটিভি ফুটেজ দেখে ক্লুলেস ডাকাতির ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া ৩৩২ পিস পুরোনো ব্যাটারি ও ৭০ পিস শিশার কড়াই জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হচ্ছেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের মৃত বাহার উল্যাহর ছেলে মো. জাকির হোসেন (২০), ঢাকার মোহাম্মদপুরের পোলপার বড়তলার মৃত আবদুল কাদের গোমস্তার ছেলে মো. শহীদ (৩৫), একইন এলাকার পানির পাম্প সংলগ্ন মৃত মোকসেদ আলী গোমস্তার ছেলে মনির হোসেন গেমস্তা (৩৩), ডেমরার পূর্ববক্সনগর সারুলিয়ার রতন চৌকিদারের ছেলে মো. শাহাব উদ্দিন (৪৫) ও মো. শহীদের ছেলে মো. আরিফ (২৪)।

শনিবার (১৫ এপ্রিল) রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এরা সবাই গত ১৫ মার্চ সুধারাম থানায় দায়ের হওয়া ২০ নম্বর ডাকাতি মামলার আসামি। তাদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার 

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আসামিরা সংঘবদ্ধ হয়ে গত ১২ মার্চ রাতে সোনাপুর বিসিক শিল্প নগরীর ‘ভাই ভাই ফাউন্ড্রি’ নামক ব্যাটারি কারখানায় ঢুকে কর্মচারীদের মারধর করে কভার্ডভ্যান ভর্তি করে ৪০০ পিস পুরাতন ব্যাটারি ও সাড়ে ১০ টন ওজনের ৪২০ পিস ব্যাটারির শিশা লুট করে নিয়ে যায়।

পরে প্রতিষ্ঠান মালিক মো. লিটন শেখ (৩৫) বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। এতে শহরের ২৫০টি সিসিটিভি ফুটেজ দেখে কভার্ডভ্যান ও আসামিদের শনাক্ত করা হয়। গ্রেফতাররা ডাকাতির ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ডাকাতির মামলা রয়েছে।


ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস