চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ এএম, ১৯ জুলাই ২০২২

 

চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলো— জানে-আলম সোহাগ (৪২), রতন দত্ত (৪২), মোহাম্মদ রনি (৩২), মো. ইকবাল হোসেন (৩৫), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. সোহেল (২৩), মো. বাদশা (২৫), কাওসার (২০) এবং মিনহাজ উদ্দিন নয়ন (২০)। এদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতি প্রস্তুতি, অস্ত্র আইনে ২০টি মামলা রয়েছে। এরমধ্যে জানে-আলম সোহাগের বিরুদ্ধে সাতটি মামলা, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দু’টি, সোহেলের বিরুদ্ধে তিনটি, কাওসার ও মিনহাজের বিরুদ্ধে চারটি করে মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর। এর আগে সোমবার (১৮ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯টি ছোরা, একটি গ্রিল কাটার এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

ওসি জাহেদুল কবীর জাগো নিউজকে বলেন, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন বাজারের ৭নম্বর বাস কাউন্টার সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচ থেকে ডাকাতির প্রস্তুতির সময় নয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির সংঘঠিত করার কাটার, হাতুড়ি, ছোরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাদের একেক জনের বিরুদ্ধে ৪ থেকে ৭টি মামলা রয়েছে।

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।