ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে অগ্রণী ব্যাংকে আগুন

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের অগ্রণী ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাখাটির স্টোররুমের বেশ কিছু ফাইল, জেনারেটর ও আসবাবপত্র পুড়ে গেছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় শাখাটির লেনদেন কার্যক্রম।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীপানন্দ কর্মকার জানান, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম